পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. নিজাম রাঢ়ি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবকের।
রবিবার (১৫ এপ্রিল) দুপুর দেরটার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিজাম রাঢ়ি কাছিপাড়া গ্রামের নাজেম রাঢ়ির ছেলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিজাম ও তরিকুল দুই বন্ধু মোটরসাইকেল যোগে কাছিপাড়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি রাঢ়ি বাড়ির (নিজ বাড়ি) কাছে বাড়ির কাছে পৌছাঁলে দ্রুত গতিতে দুই দিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় নিজাম উদ্দিনের মোটরসাইকেলে ধাক্কা লাগলে দুই জনেই ছিটকে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআই