এইমাত্র
  • শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ
  • মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
  • ঢাবিতে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়
  • তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
  • পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
  • মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
  • বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা
  • বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা
  • জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১
  • ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা
  • আজ রবিবার, ৩০ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম

    পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দুই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

    প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর ছাতনাইপাড়া গ্রামে। অভিযোগে জানা গেছে, ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী তার চাচার বাড়িতে শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় একই গ্রামের ছাতনাইপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে তাহের আলী (৪২) ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে পাশের ঘর থেকে চাচা-চাচী ছুটে এলে তাহের পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে একটি পক্ষ। শিশুটির মা ঢাকায় কর্মরত অবস্থায় ঘটনা জানতে পেরে শনিবার (৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই রাতেই তাহের আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করে।

    দ্বিতীয় ঘটনাটি শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঘটে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে। ওই কিশোরী দেবীগঞ্জ পৌর শহরের ডিসি পার্কসংলগ্ন এলাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। কিশোরীটি ডিসি পার্কে ঈদ উপলক্ষ্যে আসা অস্থায়ী একটি কসমেটিকস দোকানে একটি ব্যাগ কিনতে গেলে দোকানের এক কর্মচারী (১৪) স্বল্প মূল্যে ব্যাগ দেয়ার প্রলোভনে কিশোরীকে পাশের স্কুলের গলিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় কিশোরীর গৃহকর্তা অ্যাডভোকেট নজরুল ইসলামের ছেলে মিরাজ মোর্শেদ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে আটক কিশোরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্ত কিশোর নীলফামারী জেলার ডোমার উপজেলার নয়ানী বাকডোকরা গ্রামের বাসিন্দা।

    দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, কিশোরী নির্যাতনের পৃথক দুই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…