এইমাত্র
  • শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ
  • মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
  • ঢাবিতে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়
  • তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
  • পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
  • মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
  • বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা
  • বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা
  • জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১
  • ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা
  • আজ রবিবার, ৩০ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম

    কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

    রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার তেতুলিয়া চালার বাসিন্দা শামীম হোসেনের ছেলে হাসিব হোসেন এ অভিযোগ করেন। তার অভিযোগে বলা হয়, প্রতিটি নাগরিকত্ব সনদের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অতিরিক্ত ৭০ টাকা করে আদায় করা হচ্ছে।

    হাসিব হোসেন জানান, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর তাকে বলেছেন, ইউনিয়ন পরিষদের ইলেকট্রিক বিল, অফিস ভাড়া, সার্ভার বিল, কাগজপত্র ও স্টাফদের বেতনসহ বিভিন্ন খরচ এই অতিরিক্ত অর্থ থেকেই চালানো হয়।

    এ বিষয়ে জানতে চাইলে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম বলেন, আমরা ৫০ টাকা করে নিই। যারা কাজ করে, তাদের পারিশ্রমিক দিতে হয়। যে ছেলে অভিযোগ করেছে, সে আমার কাছেও এসেছিল। তাকে বলেছি, সংশোধন করে দেব, কিন্তু সে আর আসেনি।

    স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় কতটা আইনসঙ্গত নৈতিক?

    কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, নাগরিকত্ব সনদের জন্য অতিরিক্ত টাকা আদায়ের কোনো বিধান নেই। কেউ যদি অনৈতিকভাবে অর্থ আদায় করে, তাহলে তথ্য যাচাই করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…