ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা রাসেল মিয়া ও বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মুন্সি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাসেল মিয়া ও ওয়াহিদুজ্জামান মুন্সিকে পৃথক মামলায় দুই লক্ষ টাকা করে সর্বমোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি আনুমানিক ১ হাজার ৫০০ ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয় এবং প্রায় ১ লক্ষ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক মামলায় দুইজনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোন বালু উত্তোলন করা না হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এনআই