এইমাত্র
  • বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
  • চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল
  • পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস
  • ‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার
  • ১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত
  • সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
  • দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
  • বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল
  • দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ
  • ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
  • আজ রবিবার, ১৩ বৈশাখ, ১৪৩২ | ২৭ এপ্রিল, ২০২৫
    শিক্ষাঙ্গন

    কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম
    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

    কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

    কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পরীক্ষার্থীদের জন্য এক চরম ভোগান্তির দিন ছিল আজ শনিবার (১২ এপ্রিল)। দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থী তীব্র যানজট, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং খাবার সংকটের মুখোমুখি হন।

    পরীক্ষার্থীদের অভিযোগ, দুপুরের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেকেই না খেয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রের বাইরে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না। ঢাকার ভেতরের কেন্দ্রগুলোতে তীব্র যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি, ফলে তাদের স্বপ্নভঙ্গ হয়।

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্রদল ও ছাত্রশিবির পরীক্ষার্থীদের সুবিধার জন্য স্টল স্থাপন এবং পরীক্ষার্থীদের মধ্যে কলম ও পানি বিতরণ করে । শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকদের বসার জন্য অল্প পরিসরে ছাউনির ব্যবস্থা করে।

    ছাত্রদল সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, "কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশ গ্রহণ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আসেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরীক্ষার্থীদের কথা চিন্তা করে, বাইক সার্ভিস, রিকসা সার্ভিস, ফ্রি মেডিকেল টিম, খাবার পানির ব্যবস্থা করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে, এটাই তাদের প্রত্যয়।"

    ছাত্র শিবির সভাপতি মো. আবুল হাসান বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের কল্যাণে একটি আস্থার নাম। চতুর্থ দফার আলোকে আমরা সবসময়ই শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করে যাচ্ছি। আজকের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা হেল্প ডেস্ক, বিশুদ্ধ পানি, শিক্ষা উপকরণ, অভিভাবকদের বসার স্থান এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি রিকশা সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি, যা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণা।"

    পরীক্ষার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, "এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অত্যন্ত কঠিন ছিল। আমরা ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আরও সুষ্ঠু ব্যবস্থাপনা আশা করি।

    এই ঘটনায় কৃষি গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করছি ।"

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…