অবশেষে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির হোসেন। তার ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য নির্ধারিত শর্তগুলি সফলভাবে পূরণ করার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে তাকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে। নাসির হোসেনের মাঠে ফেরার বিষয়টি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) একটি সূত্র থেকে জানা গেছে।
রবিরার (৬ এপ্রিল) ডিপিএলের দল রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন নাসির। এদিকে প্রায় সাত বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন নাসির। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে হওয়া টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করেন নাসির।
তবে সব নিষেধাজ্ঞা কাটিয়ে আজ সোমবার (৭ এপ্রিল) মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হয়েছে ৩৩ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারের। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন নাসির। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স। দলটির একাদশে সুযোগ পেয়েছেন নাসির। ইনিংসের প্রথম ওভারটিও করেন তিনি।
এর আগে, ২০২১ সালে আবুধাবি টি-২০ লিগে আইফোন উপহার নিয়ে তথ্য গোপন করায় আইসিসির নিয়ম ভেঙেছিলেন নাসির হোসেন। তখন তিনটি ধারায় অভিযোগ গঠন করে আইসিসির লিগ্যাল ও দুর্নীতি দমন ইউনিট। এরপর ২০২৩ সালে শুনানিতে ডাকা হলে প্রথমে সাড়া দেননি নাসির। যদিও পরবর্তীতে সব অভিযোগ মেনে নেয়ায় দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে ছয় মাস স্থগিত শাস্তি বহাল রেখে। যে শাস্তির মেয়াদ শেষ হয়েছে ৬ এপ্রিল। ফলে ৭ এপ্রিল থেকে সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত হবেন তিনি।
এবি