এইমাত্র
  • আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে
  • ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
  • পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
  • বেনাপোল স্থল বন্দর দিয়ে গাড়ির চেসিস ও যন্ত্রপাতি আমদানি কমেছে
  • গাজায় খাবার, ওষুধ ও পানির চরম সংকট, অবরোধের মুখে ত্রাণ পৌঁছায় না ৫০ দিন
  • ভারতে দুই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল, ফেরত এনেছে বিজিবি
  • চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
  • অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী
  • চুয়াডাঙ্গায় সড়কের পাশে ময়লার স্তুপ, বিপাকে পথচারীরা
  • আজ মঙ্গলবার, ৯ বৈশাখ, ১৪৩২ | ২২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে মাদকসেবীদের হামলায় বাবার মৃত্যু, আহত চার সন্তান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১১:২১ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১১:২১ এএম

    লক্ষ্মীপুরে মাদকসেবীদের হামলায় বাবার মৃত্যু, আহত চার সন্তান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১১:২১ এএম

    লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির সামনে মাদকসেবনের প্রতিবাদ করায় মাদকসেবীদের হামলায় নুরুল আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের চার সন্তান।

    সোমবার (০৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চা দোকানের সামনে এই ঘটনা ঘটে।

    আহতরা হলেন- নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭)।

    অভিযুক্তরা হলেন- একই এলাকার কামাল, জামাল, মাসুদ আলমগীর, মনির ও সেলিম।

    প্রত্যক্ষদর্শী ও প্রতিবাদকারী আহত বজলুর রহমান ভুলু বলেন, আমাদের বাড়ির সামনে চৌধুরীর চা দোকানের বসার জন্য একটি মাচা রয়েছে। ওখানে বসে এলাকার কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম অপরিচিত লোকজন নিয়ে প্রতিদিন গভীররাত পর্যন্ত আড্ডা দেয় ও মাদক সেবন করে। এ নিয়ে স্থানীয় পরিচিতদের থেকে অপরিচিতদের পরিচয় সম্পর্কে জানতে চাই এবং গভীর রাত পর্যন্ত এখানে আড্ডা দেয়ার কারণ জানতে চাইলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়। এর আগের দিন চৌধুরীর দোকানের সামান্য লেনদেন নিয়ে আমার এক ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। অভিযুক্তরা দোকানদার চৌধুরীর লোক হওয়ায় সেই ঘটনায়ও তারা আমাদের উপর ক্ষুব্ধ হয়।

    তার জের ধরে আমাদের উপর হামলা করার পরিকল্পনা করে। ঘটনার সময় আমি বাড়ির সামনে আসলে তারা সংঘবদ্ধভাবে হকিস্টিক ও লোহার রড দিয়ে আমার উপর হামলা করে, আমার চিৎকার শুনে দৃষ্টি প্রতিবন্ধী বাবা, ভাই ও বোনেরা আমাকে বাচাঁতে আসলে তাদের উপর এলোপাতাড়ি হামলা করে রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়।

    পরে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বাবাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।

    বজলুর রহমান ভুলু আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…