ভোলায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার আলিনগরের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির ভোলার দৌলতখান উপজেলার চরসুভি ইউনিয়নের শিকদার পাড়া গ্রামের মৃত ইউনুস শিকদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়নের মৎস্য ফেডারেশনের সভাপতি ছিলেন।
নিহতের ভাই জাকির জানান, মঙ্গলবার সকালে মৎস্য ফেডারেশন কতৃক আয়োজিত একটি প্রোগ্রামে যোগ দিতে বরিশালের উদ্দেশ্য মোটরসাইকেলে করে দৌলতখানের বাসা থেকে বের হন হুমায়ুন কবির ও তার দুই সহযোগী। পরে তাদের মোটরসাইকেলটি ভোলা শহরের আলিনগরের মাদ্রাসা বাজার এলাকায় আসলে রাস্তায় থাকা একটি ককুরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের নিয়ে আসলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআই