এইমাত্র
  • টিভিতে আজকের খেলা
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
  • মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধূর মৃত্যু
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
  • তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
  • আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
  • কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা
  • বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ
  • মৃত্যুর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে যুদ্ধবিরতি চেয়েছিলেন পোপ
  • মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার
  • আজ মঙ্গলবার, ৯ বৈশাখ, ১৪৩২ | ২২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম

    কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম

    কিশোরগঞ্জে একটি বাসা থেকে আমিনুল ইসলাম (৩১) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (০৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের নিউটাউন তারাপাশা পূর্ব এলাকার শরীফুল ইসলামের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। গত চার বছর যাবত কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন তিনি। শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি। ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল। ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় বাসায় একা ছিলেন আমিনুল।

    জানা যায়, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে গত ০৫ এপ্রিল আমিনুল ইসলাম তার কর্মস্থল কিশোরগঞ্জ এসেছিলেন। ০৬ এপ্রিল ডিউটি করেন। ০৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওইদিন রাতেই ঘটনাটি ঘটে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

    আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানায়, গতকাল সোমবার দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সারা না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

    কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…