এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ইমাম গ্রেপ্তার

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম
    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

    খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ইমাম গ্রেপ্তার

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১১টার দিকে মুফতি এবাদুল ইসলাম ফরিদীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ওই ব্যক্তিকে সোমবার রাতে বরিশালের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) সাইফুল ইসলাম সুমন।

    মুফতি এবাদুল ইসলাম ফরিদী বরিশাল জেলার উজিরপুর থানার সালতা হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে। সে আশুলিয়ার শ্রীখন্ডিয়া নূর জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

    পুলিশ জানান, ৫ এপ্রিল ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি পোস্টে ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই বিষয়টি দলের নেতাকর্মীদের নজরে আসলে তারা থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে বরিশালের উজিরপুর থেকে গতকাল রাতে গ্রেফতার করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়।

    মামলার বাদি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ–সভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই কমেন্ট নিয়ে দলের নেতা–কর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

    এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) সাইফুল ইসলাম সুমন বলেন, মামলার পর পর তাকে ধরতে বরিশাল একটি টীম পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…