দিনাজপুরের হিলিতে নিন্ম আয়ের মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হিলি খাদ্যগুদাম চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডিলার আলমগীর হোসেন।
হাকিমপুর উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এবারে ৫৪০টাকা প্যাকেজ মুল্যে ৩০টাকা কেজি দরে ৫ কেজি করে চাল, ৬০টাকা কেজি দরে ২ কেজি করে মশুর ডাল, ১শ টাকা লিটার দরে ২লিটার করে সয়াবিন তেল,৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এবার উপজেলার ৭ হাজার ৩৮ জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। খোলা বাজারের চেয়ে কম দামে চিনি, তেল, ডাল ও চাল পেয়ে দারুন খুশি নিন্ম আয়ের মানুষজন।
এআই