এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফাঁকা গুলি ছুড়ে টাকা ছিনতাই

    ২০ দিনেও উদ্ধার হয়নি ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম

    ২০ দিনেও উদ্ধার হয়নি ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে মহিষ ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২০ দিন পার হলেও টাকা উদ্ধার এবং এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের আশ্বাস ছাড়া আর কোন অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী মহিষ ও গরু ব্যবসায়ীরা।

    গত ২২ মার্চ শনিবার সন্ধ্যায় গেড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন রাজশাহীর বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল এবং একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।

    জানা যায়, গত ২২ মার্চ শনিবার ছিল কাইতলা সাপ্তাহিক পশুর হাট। ওই ব্যবসায়ীরা মহিষ ও গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রোতে আসা দুর্বৃত্তরা প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে প্রাইভেটকারের গ্লাস ভেঙে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনায় পর রাতেই মহিষ ও গরু ব্যবসায়ী পিয়ারোল বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

    এদিকে ঘটনার ২০ দিন পার হলেও পুলিশ ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ২০ দিনে পুলিশ মহিষ ও গরু ব্যবসায়ীদের আশ্বাস ছাড়া আর কোন খবর দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ভুক্তভোগী ব্যবসায়ী পিয়ারোল।

    মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর থেকেই পুলিশ তৎপর। এবিষয়ে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ভাল খবর দেওয়া সম্ভব হবে তিনি আশা করেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…