এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ইসরায়েলের আগ্রাসন ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

    ইসরায়েলের আগ্রাসন ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

    নিরীহ ফিলিস্তিনিদের উপর মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েলের আগ্রাসন ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার ( ট্রাফিক পয়েন্টে) প্রগতিশীল সংগঠন সমূহ সুনামগঞ্জের আয়োজন করে। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

    বিক্ষোভ সমাবেশ শেষে এই গণহত্যার মদদদাতা হিসেবে ডোনাল ট্রাম্প ও ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। একেই সাথে বিভিন্ন শ্লোগান দিয়ে গণহত্যার মদদদাতা হিসেবে ডোনাল ট্রাম্প ও ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর শাস্তির দাবি জানানো হয়। একেই সাথে বিশ্বের সকল মুসলিম প্রধানদের ঐক্য বদ্ধ হয়ে এই গনহত্যা প্রতিরোধ করার আহবান জানানো হয়।

    এসময় বক্তারা বলেন,মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে ইসরাইল পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে গণহত্যায় সহযোগিতা করে থাকে। আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়েও মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তান বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল। গণতন্ত্র, মানবাধিকারের নাম নিয়ে এরা বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। বিশ্বে সকল বিবেকবান রাষ্ট্রসমূহকে নিপীড়িত ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে,যুদ্ধ বন্ধ করতে হবে।

    সুনামগঞ্জ জেলা উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে এবং সহসভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি সুখেন্দু সেন,খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা সিপিবির সদস্য শাহ কামাল, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবুতাহের মিয়া, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাহির মিয়া, আবু বক্কর সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…