কক্সবাজারের টেকনাফ উপকুল সংলগ্ন গভীর বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার অপচেষ্টা ব্যর্থ করে দিলো দেশীয় জলসীমায় দায়িত্বরত নৌবাহিনীর সদস্যরা।
তথ্য সুত্রে জানা যায়, গভীর সাগর অতিক্রম করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মানব পাচারে ব্যবহার হওয়া একটি ফিশিং বোঝাই ২১৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে উক্ত বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে প্রেস বার্তার মাধ্যমে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর)।
প্রেস রিলিজে দেখা যায় টেকনাফ উপজেলার অন্তর্গত প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অদুরে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে মাছ ধরার একটি ফিশিং ট্রলারের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে দেশীয় জলসীমায় দায়িত্বরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’।
এরপর উক্ত জাহাজে থাকা নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ফিশিং ট্রলারটিকে থামানোর সংকেত দিলে ট্রলারে থাকা মাঝিমাল্লারা সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর সদস্যরা সামনে এসে এফভি কুলসুমা নামে ঐ ফিশিং ট্রলারটি গতিরোধ করতে সক্ষম হয়।
এরপর ট্রলারে থাকা ২১৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করা হয়। ধৃতদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক (বিএন) জানান, নৌবাহিনীর হাতে আটক হওয়া ২১৪ জন যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এনআই