এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে গাছের পাতা নিয়ে সংঘর্ষে নিহত ১

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম

    সিরাজগঞ্জে গাছের পাতা নিয়ে সংঘর্ষে নিহত ১

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম

    ঝড়ে পড়া গাছের পাতা নিয়ে সৃষ্ট সংঘর্ষে আজিজুর রহমান (২৫) নামের এক ব্যক্তি নিহত হবার খবরে মঙ্গলবার দুপুরে উল্লাপাড়ার দাদপুর গ্রামে হাজী আশরাফ আলীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। আজিজুর রহমান এই গ্রামের শামছুল ইসলামের ছেলে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    স্থানীয়রা জানান, গতকাল সকালে শামছুল ইসলামের বাড়িতে পূর্বের রাতের ঝড়ে পড়া পাতা নিয়ে প্রতিবেশী হাজী আশরাফ আলী’র পরিবারের সঙ্গে শামছুল ইসলামের পরিবারের গোলযোগ হয়।

    এক পর্যায়ে তার (আশরাফ) ছেলে নুর মোহাম্মাদ ও নুর আলম শামছুল ইসলামের ছেলে আজিজুর রহমানকে বেধড়ক মারপিট করে। ঘটনার পরই গুরতর অবস্থায় আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে আজিজুর হাসপাতালে মারা যান।

    এই খবর পৌঁছালে আজিজুরের লোকজন ক্ষুব্ধ হয়ে হাজী আশরাফ আলীর বাড়ি আক্রমন করে। তারা ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলে। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। এসময় কিছু জিনিসপত্রও লুটপাট হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    ঘটনাস্থল থেকে ফেরা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে আজিজুরের মৃত্যুর খবর পাবার পর হামলার শিকার হাজী আশরাফ আলীর বাড়ির লোকজন সবাই পালিয়ে যায়। বর্তমানে মৃত আজিজুর রহমানের বাবা শামছুল ইসলাম উল্লাপাড়া থানায় এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…