কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর দক্ষিণ থানার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজারের জাহাননগর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১), শহরতলীর শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে আসলাম (২১)।
পুলিশ জানায়, আটককৃতরা কেএফসিতে হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিল। ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে অভিযান চালানো হয়।
কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ সহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে শনাক্তকৃতদের মধ্যে ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভকারীরা রানীরবাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালায়। এতে প্রতিষ্ঠানটির অভ্যন্তর ও বাইরের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে শুধুমাত্র কুমিল্লা নয়, দেশজুড়ে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এনআই