চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের ষ্টীল মিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাজ্জাদ (১৫) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত সাজ্জাদ একই ইউনিয়নের গামারিতল এলাকার এরশাদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানা ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মোঃ আলমগীর।
কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ট্রাক হেলপার সাজ্জাদ বিসমিল্লাহ ট্রান্সপোর্টে কর্মরত ছিলেন। আবুল খায়ের স্টীল মিল থেকে বিসমিল্লাহ ট্রান্সপোর্টে একটি ট্রাক চালিয়ে বাহির হওয়ার সময় সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সাজ্জাদ নিজের ট্রাক থেকে নেমে সামনের ট্রাকটি দেখে গেলে অসাধারণবশত পিছনের ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল খায়ের স্টীল মিলের এজিএম ইমরুল কাদের ভূঁইয়া বলেন, কারখানা থেকে বাহির হওয়ার সময় অসাধানতাবশত নিজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাজ্জাদ নিহত হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর বলেন, নিহত সাজ্জাতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এনআই