এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাগুরায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী অস্ত্রসহ আটক ৯

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম

    মাগুরায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী অস্ত্রসহ আটক ৯

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম

    মাগুরা সেনাবাহিনী ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (০৮ এপ্রিল) দিবাগত রাতে মাগুরা সদরের মাগুরা-নড়াইল সড়কের পারলা এলাকা থেকে ফরিদ হাসান খান নামে একজনকে তার সহযোগীসহ আটক করে সেনাবাহিনী।

    ক্যাম্পের গোয়েন্দা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা জেলার সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অস্ত্রসহ মো. ফরিদ হাসান খান অবস্থান করছেন। এরই সূত্র ধরে মঙ্গলবার (০৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়।

    উক্ত অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং বিএ ১১২৯৯ ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহণ করে।

    এছাড়াও উক্ত অভিযানে বিএ-১১৯৬৪ লে. ফাহাদ আনোয়ার তকি ও বিএ-১২৩৪৯ লে. মো. শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করে। উক্ত অভিযানে বেশকিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সহ মো. ফরিদ হাসান খান ও তার ০৮ জন সহযোগীকে আটক করা হয়।

    এ অভিযানে চাইনিজ পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, ওয়ান শুটারগান ২টি, ওয়ান শুটার গান এ্যামুঃ -০৪টি, এয়ার গান ১টি, এয়ার গান এ্যামুঃ ২৬৪ রাউন্ড, ২২এ্যামুনিশন ৭ রাউন্ড, পিস্তল অ্যামুনিশন-১ রাউন্ড, চাইনিজ কুড়াল২ টি, চাপাতি ৬টি, মদ ২ বোতল (কেরু এ‍্যান্ড কোং) নগদ অর্থ ১ লাখ ৪৫ হাজার টাকা এবং ১১টি মোবাইল জব্দ করা হয়।

    ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলেন, মাগুরা সদরের পারলাম গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান পিকুল খানের ভাই মো. ফরিদ হাসান খান (৫৬)। বরুনাতৈল গ্রামের খালেক বিশ্বাসার ছেলে মো. সোহেল রেজা (৩৮)। হাসপাতাল পাড়ার নূরুল হুদার ছেলে মো. নূহুদারুল হুদা (৫৯), পটুয়াখালীর মালেক খানের ছেলে মো. ইলিয়াছ খান (৩৩)। শ্রীপুরের রাখেরা গ্রামের আঃ রউফের ছেলে মো. আইনূল হোসাইন (৪৪)। আবালপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. আব্দুল জলিল জুয়েল (৩৫)। লাল মিয়ার ছেলে মো. শাহিন শেখ (২৮)। ঢাকা মহম্মদপুরের নুরুল আলমের ছেলে সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮) ও ভায়নার আনারুল হকের ছেলে কাজী আরিফুল হক (৪৫)।

    সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানানো হয়েছে ফরিদ হাসান খান বর্তমানে অত্র মাগুরা সদর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ আসে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…