এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় কৃষকের গোয়াল ঘরে আগুন, ৮ গরুর মৃত্যু

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম

    উল্লাপাড়ায় কৃষকের গোয়াল ঘরে আগুন, ৮ গরুর মৃত্যু

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম

    আগুনে পুড়ে মারা গেছে কৃষক তফিজ উদ্দিনের ৮টি গরু। মঙ্গলবার (০৮ এপ্রিল) গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া দক্ষিণপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিসের ধারণা মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া গরু ও গোয়াল ঘরের আর্থিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

    ক্ষতিগ্রস্ত তফিজ উদ্দিন জানান, কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে তিনি প্রায় এক বছর ধরে ৮টি ষাঁড় গরু পালন করছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গরুগুলোকে খাবার দিয়ে গোয়াল ঘরে রেখে দেন এবং মশার কামড় থেকে রক্ষা পেতে কয়েল জ্বালান। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে আনুমানিক ১টার দিকে হঠাৎ আগুন লাগে। আশে পাশের বাড়ির লোকজনের চিৎকারে তাদের ঘুম ভাঙে, কিন্তু ততক্ষণে আগুন দুই গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, কোনো গরু বাঁচানো সম্ভব হয়নি।

    তিনি আরও বলেন, অনেক টাকা খরচ করে গরুগুলো বড় করেছি। একটু লাভের আশায় ছিলাম। সবই আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এখন আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মশার কয়েল থেকেই আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন। কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…