পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ গাজীপুরের সাফারি পার্ক পরিদর্শন করেছেন।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি পার্কে পৌঁছে পার্কের পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পার্কের পরিবেশ উন্নয়ন ও বন্যপ্রাণী সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাফারি পার্ক থেকে যে প্রাণি গুলো চুরি হয়েছে ইতিমধ্যেই তদন্ত চলছে। জনবল সংকট আমাদের বড় একটি চ্যালেঞ্জ। সরকারের নিয়ম অনুযায়ী চাইলেই এখনই জনবল নিয়োগ দেওয়া সম্ভব নয়। তবে আমি মনে করি, পার্কের ভেতরে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
তিনি আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সাফারি পার্কের গুরুত্ব অপরিসীম। তাই এর সার্বিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
এসআর