এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ৬ লেনের দাবিতে কাফন পরিহিত অভিনব পদযাত্রা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১১:২১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১১:২১ পিএম

    ৬ লেনের দাবিতে কাফন পরিহিত অভিনব পদযাত্রা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১১:২১ পিএম

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতি করার দাবিতে আমরা ১১জন নিহতের অবয়ব ধারন করে আমরা ১১জন (নিহত)এর ব্যানারে অভিনব এক পদযাত্রা ও গণ স্বাক্ষর কর্মসূচী পালন করা হয়েছে।

    বুধবার (৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে এ কর্মসূচী পালন করা হয়। সময় ১১জন আন্দেলনকারি ১১ টি লাশের সাদা কাফন পরিহিত করে কর্মসূচী পালন করে।

    আন্দোলনকারিরা বলেন, দূর্ঘটনার মৃ্ত্যুফাঁদ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কে অচিরই ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে বলেন সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা আর সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হোক সেটা চাইনা।আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

    পদযাত্রা কর্মসূচিতে সাদা কাফন পরে প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল এর নেতৃত্বে ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত তালুকদার, জুয়েল, বিল্পব চৌধুরী বিল্লু,আবদুর রহমান রকি, জীবন মিত্র রাজ, শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি সাইদুল হাসান, শাহাদাত হোসেন রুবেল অংশগ্রহন করেন। পদযাত্রাটি সকালে চট্টগ্রাম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ব্যস্হতম সড়কে অবস্থা নকরে গনস্বাক্ষর সংগ্রহ করে কক্সবাজার গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল।

    প্রসঙ্গত, গত ৩১ মার্চ ও ১এপ্রিল চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া নামক স্থানে পৃথক ২টি দূর্ঘটনায় ঘটনাস্থলে ১২জন ও চিকিৎসাধীন অবস্থায় ৪জন সহ মোট ১৬জনের প্রাণহানী ও ২৫ জন গুরুত্বর আহত হবার ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ৬লেনের দাবিতে মানববন্ধন ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…