এইমাত্র
  • চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
  • মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
  • দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
  • কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের
  • মঠবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
  • সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত
  • অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
  • অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন
  • মাগুরার আছিয়া হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ
  • হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী
  • আজ সোমবার, ১৫ বৈশাখ, ১৪৩২ | ২৮ এপ্রিল, ২০২৫
    আন্তর্জাতিক

    মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

    মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

    ২৬/১১-র মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই তথ্য নিশ্চিত করেছে।

    গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাকে (রানা) বহনকারী বিশেষ বিমান দিল্লির পালাম বিমানবন্দের অবতরণ করে। ওই বিমানে তার সঙ্গে ছিল ভারতের গোয়েন্দা ও তদন্তকারী কর্মকর্তারা। ভারতে অবতরণের পরই রানাকে সরকারিভাবে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

    পরে বিশেষ আদালতে রানাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এনআইএ তাহাউর রানাকে ২০ দিনের হেফাজতে চেয়েছিল। আদালতে এনআইএ জানিয়েছিল, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে রানা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল। অন্য ষড়যন্ত্রীদের সঙ্গে শলাপরামর্শ করেছিল।

    উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসবাদী সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র হামলায় কেঁপে উঠেছিল ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। সে সময় সমুদ্রপথে মুম্বাইয়ে প্রবেশ করেছিল ১০ জন সশস্ত্র সন্ত্রাসবাদী। মুম্বাইয়ের তাজ হোটেল, হাসপাতাল, রেল স্টেশন, জিউস সেন্টারসহ বিভিন্ন জায়গায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। প্রায় ৬০ ঘণ্টার হামলায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। আহত হন প্রায় তিন শতাধিক মানুষ। ওই হামলার পরই ২০০৯ সালে অক্টোবর মাসে রানাকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এরপর ২০১১ সালে তাকে দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত। সেই থেকেই লস এঞ্জেলেসের ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখা হয়েছিল তাকে।

    তাহাউর রানা আদতে পাকিস্তানি নাগরিক, বর্তমানে কানাডারও নাগরিরক। এতদিন লস অ্যাঞ্জলেসের কারাগারে ছিল সে। অভিযোগ ছিল পাকিস্তান বংশোদ্ভূত অন্য সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বাই হামলার বিষয়টির ছক করেছিলেন রানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র সঙ্গেও যোগ ছিল তার। পাশাপাশি অপর জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গেও তার যোগাযোগ ছিল।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…