ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে আইইইই ইবি শিক্ষার্থী শাখা আইসিটির শিক্ষার্থী সংঘ।
রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ১০২ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষক ড. মোহাম্মদ আলী মনি। জয়িতা মোদক এবং আবু উবাইদার সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও IEEE সদস্যসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনায় সমৃদ্ধ এই সেমিনারটি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করা উচিৎ এবং ফ্যাকাল্টির প্রত্যেক শিক্ষকদের বলতে চাই আপনারা শিক্ষার্থীদের গবেষণার প্রতি উৎসাহিত করেন। উচ্চশিক্ষার জন্য আস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে যেতে ভালো রিসার্চ পেপার তৈরি করা সহ যাবতীয় প্রক্রিয়া এবং পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবেন।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ২০২৪ সালের আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক দেশসেরা স্টুডেন্ট চ্যাপ্টারের পুরস্কার অর্জন করে।
এইচএ