এইমাত্র
  • গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু
  • গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
  • বেনাপোল ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
  • চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ বৈঠক
  • 'আইন উপদেষ্টাকে জড়িয়ে অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা'
  • ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ
  • পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
  • পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স
  • ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • আজ শনিবার, ১৩ বৈশাখ, ১৪৩২ | ২৬ এপ্রিল, ২০২৫
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম

    যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি ৩০ দিনের বেশি অবস্থান করছেন তাদের সবাইকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    একইসঙ্গে যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়বেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছে।

    মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি যারা যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি সময় ধরে আছেন তাদের কেন্দ্রীয় সরকারের কাছে অবশ্যই নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। যারফলে ভোগ করতে হবে আর্থিক ও কারাদণ্ড।

    এছাড়া, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের কথা উল্লেখ করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ অভিবাসীর প্রতি তাদের স্পষ্ট বার্তা হলো- যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান।

    একই পোস্টের নিচে স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) একটি ছবি প্রকাশ করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ। কারণ এতে করে নিজের মতো করে ফ্লাইট ঠিক করে ফেরা যাবে। এ ছাড়া, নিজের ইচ্ছায় ফিরলে যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে করে নেওয়া যাবে। তারা চাইলে আবার বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরতেও পারবেন।

    এমনকি অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার তাদের বিমানের ভাড়ায় ভর্তুকি দেবে। কিন্তু কেউ যদি অবৈধভাবে অবস্থান করতে থাকেন তাহলে তাদের কঠোর জরিমানা ও হেনস্তার মুখোমুখি হতে হবে।

    যারমধ্যে থাকবে- কোনো সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো। কাউকে যদি যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি যদি না ছাড়েন তাহলে যতদিন থাকবেন ততদিনের জন্য দৈনিক ৯৯৮ ডলার করে জরিমানা দিতে হবে। এ ছাড়া, কারাদণ্ড দেওয়া হতে পারে।

    যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ সতর্কতায় বলা হয়েছে, অবৈধ অভিবাসী যাদের ফেরত পাঠানো হবে তারা আর কখনোই বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…