এইমাত্র
  • জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
  • পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স
  • ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • 'ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
  • কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
  • কাশ্মিরে হামলা ভারতের ‘সাজানো’ ঘটনা
  • ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
  • জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ
  • মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
  • যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত
  • আজ শুক্রবার, ১২ বৈশাখ, ১৪৩২ | ২৫ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে স্ত্রীকে হত্যা করে থানায় ফোন, ঘাতক স্বামী আটক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

    গাজীপুরে স্ত্রীকে হত্যা করে থানায় ফোন, ঘাতক স্বামী আটক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

    গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা, ৯৯৯-এ কল করে স্বামী নিজেই খবর দেন পুলিশকে।

    গাজীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনা ঘটিয়েছেন। নিহত গৃহবধূ সিমা খানম (৩৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মৃত মোহন শেখের মেয়ে। তিনি স্বামী মাইনুদ্দিন মাইনুল (৩৫) সঙ্গে গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি (শিকদার মার্কেট) এলাকার নূর মোহাম্মদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

    ঘাতক স্বামী মাইনুদ্দিন সিকদার ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্কিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে।

    স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে তাদের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত আনুমানিক ১টার দিকে মাইনুদ্দিন ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি জানালে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে।

    পুলিশ জানিয়েছে, মাইনুদ্দিন ও শিমা খানম এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিন ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন।

    জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সময়ের কণ্ঠস্বর কে বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।"

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…