এইমাত্র
  • পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • 'ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
  • কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
  • কাশ্মিরে হামলা ভারতের ‘সাজানো’ ঘটনা
  • ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
  • জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ
  • মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
  • যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত
  • ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ
  • আজ শুক্রবার, ১২ বৈশাখ, ১৪৩২ | ২৫ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছেন ঢাবির শিক্ষার্থী রবিউল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম

    ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছেন ঢাবির শিক্ষার্থী রবিউল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম রাকিব।

    আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজ দেখা যায়, শনিবার ভোরের দিকে চারুকলা অনুষদের দেয়াল টপকে আগুন দেয় এক ব্যক্তি। ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এক যুবক মুখে মাস্ক পরিহিত অবস্থায় চারুকলা অনুষদের তিন নম্বর গেটের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তিনি কালো টিশার্ট ও খাকি রঙের প্যান্ট পরা ছিলেন। ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই তিনি প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেয়াল টপকে বের হয়ে যান।

    এরই মাঝে আগুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

    তিনি জানান, ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন।

    এইদিকে রবিউল ইসলামের ছবি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীরা জানান, রবিউলের বাড়ি উপজেলার সীমান্তবর্তী বাগানবাজার ইউপির আমতলী এলাকায়। তার বড় ভাই মো. আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত।

    এইদিকে ফটিকছড়ির ছেলে এই রকম ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগেরমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলা সদস্য মো. কামরুল বলেন, রবিউল ইসলাম রাকিবের সর্বোচ্চ শান্তির দাবি করছি, এই ধরনের ফ্যাসিস্টের আর কোনো দোসর যেন ফটিকছড়িতে থাকতে না পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

    ভুজপুর থানার ওসি মাহবুবুল হক যুগান্তরকে জানান, এই বিষয়ে আসলে আমাদের নিকট এই পর্যন্ত কোনো তথ্য নেই।

    ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…