এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়ল বন্য হাতি, তাড়াতে গিয়ে একজন নিহত

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম

    চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়ল বন্য হাতি, তাড়াতে গিয়ে একজন নিহত

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম

    কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

    রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটিকে তাড়াতে স্থানীয় লোকজন লাঠি ও ঢিল নিয়ে জড়ো হন। একপর্যায়ে তাড়া খেয়ে পালাতে গিয়ে হাতিটির সামনে পড়ে যান আবদুল করিম। তখন হাতিটি তাকে পায়ে পিষ্ট করে ফেলে রেখে যায়।

    স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবদুল করিমকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাইয়ুম গণমাধ্যমে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে কৃষিকাজে নিয়োজিত ছিলেন আবদুল করিম। দুর্ভাগ্যজনকভাবে বন্য হাতির হামলায় আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি।

    এর আগে চলতি মাসের ৭ তারিখে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় মোহাম্মদ হোসেন নামে আরেক ব্যক্তি বন্য হাতির আক্রমণে প্রাণ হারান।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…