এইমাত্র
  • পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  • এবার গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা পরীমণির
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
  • পারভেজ হত্যার আসামি বৈষম্যবিরোধী নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড
  • কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
  • পহেলগাঁওয়ে হামলাকারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিতে চান সাহসী আদিল হুসেন
  • দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ
  • ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার
  • ‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি
  • সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
  • আজ বুধবার, ১০ বৈশাখ, ১৪৩২ | ২৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩১ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩১ এএম

    মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩১ এএম

    গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টিএন্ডটি তেলিপাড়া এলাকায় মিনিবাস-সিএনজি (থ্রী-হুইলার) সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত আরো অন্তত চারজন। এঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে।

    সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সারে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় এক শিশু নিহত ও সিএনজি অটোরিকশার দুই যাত্রীসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কায়সার আহমেদ।

    স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টর দিকে গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিনিবাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিশকাটি উল্টে গিয়ে সিএনজি অটোরিকশার শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত ও কয়েকজন আহত হন।

    আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উত্তেজিত জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় আধাঘন্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    জিএমপির অপরাধ উত্তরের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনি বাস ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাবার পথে তেলিপাড়ায় সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলের পাশে চা-পানরত লোকদের উপর সিএনজিটি উল্টে আছড়ে পড়ে। এসময় এক শিশু নিহত হয়। এতে আহত হয় আরো অন্তত ৪জন।

    তিনি জানান, এসময় বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে নেয়। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…