কক্সবাজারের টেকনাফ লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে শত শত লবণ চাষী ও ব্যবসায়ীদের উপস্থিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তথ্য নিয়ে জানা যায়, ১৪ এপ্রিল (সোমবার) টেকনাফ উপজেলার অন্তর্গত হ্নীলা ও সাবরাং ইউনিয়নে পৃথক ভাবে দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র উপজেলার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের নেতাদের সার্বিক সহযোগিতায় এই সমাবেশটি সম্পন্ন হয়েছে।
এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (খোকন) মিয়া)।
টেকনাফ উপজেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য সচিব সুলতান আহমদ (বিএ), জেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের অন্যতম নেতা সোয়াইবুল ইসলাম সবুজসহ আরো অনেক।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি প্রশ্ন রেখে বক্তারা বলেন দিন দিন লবণের বাজার নিম্নমুখী কেন?
এটার জন্য এক মাত্র দায়ী হচ্ছে অর্থলোভী মাফিয়া সিন্ডিকেট। অনতিবিলম্বে উক্ত সিন্ডিকেট ভেঙে লবণের ন্যায্যমূল্য প্রদান করে চাষীদের অধিকার আদায় নিশ্চিত করুন।
অর্থলোভী মাফিয়া সিন্ডিকেটে লবণমিল মালিকরা ৪ টাকায় দামে লবণ ক্রয় করে সেই লবণ পূণরায় ৫০ টাকা দামে বিক্রি করছে। এই মাফিয়া সিন্ডিকেট ভাঙ্গা আমাদের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার আদায় করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দাবি আদায়ের এই আন্দোলন অব্যাহত রাখারও আহ্বান জানান বক্তারা।
বিসিকের তথ্য সুত্রে দেখা যায়, এ বছর চলতি মৌসুমে ৬৯ হাজার ১৯৮ একর জমিতে লবণ চাষ করছে ৪১ হাজার ৩৫৫ জন চাষি। দেশে লবণের চাহিদা ধরা হয়েছে ২৬ লক্ষ, ১০ হাজার মেট্রিক টন।
সুত্র বলছে, গত ১০ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় ১৮ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে।
এআই