জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মণ্ডলকে গুলি করে পালানোর সময় রুবেল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আরও পাঁচজন পালিয়ে যায়।
সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।
আটক রুবেল হোসেন (৩৫) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্টপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। পালাতক ব্যক্তিদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে পাঁচবিবির সুপার মার্কেটের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন। এ সময় তিন মোটরসাইকেলে ৬ জন হেলমেট পরিহিত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। তবে গুলি তার শরীরে লাগেনি। এ সময় শামিম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে ধাওয়া দিলে দু'টি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় রুবেল হোসেন নামে একজনকে মোটরসাইকেল ও একটি বিদেশি পিস্তলসহ আটক করে। এসময় আরো পাঁচজন পালিয়ে যায়। আটককৃতকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয়। আহত রুবেলকে এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে শহরে আতঙ্ক বিরাজ করছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এঘটনায় আহত রুবেলকে এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। তবে মামলার প্রস্ততি চলছে।
এআই