ফেসবুকে ট্রলের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়।
এতে মিরপুর রোডে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। ফলে, এই রোডে চলাচলকারী যাত্রীরা ভোগান্তির স্কীকার হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনাস্থলে দেখা গেছে, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে।
এই বিষয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সময়ের কণ্ঠস্বরকে বলেন, ফেসবুকে ট্রল করাকে কেন্দ্র করে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়। এরপরই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সিটি কলেজের শিক্ষার্থী মুনতাহিন হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, গতকাল ঢাকা কলেজের দুই শিক্ষার্থী সিটি কলেজের ইন্টার ২য় বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করে। আবার আজকে ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কিছু বন্ধুবান্ধব কে মারধর করে ঢাকা কলেজে শিক্ষার্থীরা। এরপর তাদের সাথে আমাদের সংঘর্ষে লাগে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলজের এক শিক্ষক সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমরা এখনো জানতে পারিনি কি নিয়ে এ সংঘর্ষ হয়েছে। তবে আমরা ঢাকা কলেজে শিক্ষকদের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা চলছে।
এবিষয়ে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন বলেন, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের ইন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়। গত কিছুদিন ফেসবুকে কোন একটা বিষয় নিয়ে ট্রল হচ্ছে। এই ট্রল করা নিয়ে আজ সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, আমরা দুই কলেজের প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। বর্তমানে এই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এবি