বিশ্ব শিল্প দিবস উপলক্ষে নড়াইলে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে চারুকানন নড়াইলের আয়োজনে মুলিয়া ইউনিয়নে গোয়ালবাড়ি গ্রামে এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম।
আয়োজনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিল্পীদেরকে ছবি আঁকার উপকরণ হিসেবে রং তুলি ক্যানভাস ও উত্তরীয় প্রদান করা হয়।
নড়াইল, মাগুরা, খুলনা ও যশোর থেকে আগত ১৫ জন চিত্রশিল্পী দিনব্যাপী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করে।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক প্রভাষক বিমানেষ বিশ্বাস, এস এম সুলতান সংগ্রহশালা কিউরেটর তন্দ্রা মুখার্জি, চরুকাননের পরিচালক সমীর বৈরাগী, সাংবাদিক কার্তিক দাসসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিশ্ব শিল্প দিবস উপলক্ষে চারুকাননের এই আয়োজন শিল্পীদের আরো বেশি উৎসাহিত করবেন। এর মাধ্যমে শিল্পচর্চা বৃদ্ধি পাবে। এবং নিয়মিত এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এআই