এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম

    গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম

    গাজীপুরে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    সোমবার (১৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাসিম মিয়ার ছেলে রায়হান মিয়া (২৪) এবং আখাউড়া উত্তর রাজাপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে হানিফ মিয়া (৫৫)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা নববর্ষের প্রথম দিনে দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে রায়হান মিয়ার কাছ থেকে ৮ হাজার পিস এবং হানিফ মিয়ার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পরের সহযোগিতায় গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল। তারা একটি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

    এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন আরও জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…