এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

    চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

    চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার কর্মকর্তা টাকা আত্মসাৎদের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের মৃতদেহ সুচিপাড়া বাজারস্থ আপন প্লাজার পঞ্চম তলার একটি রুম থেকে উদ্ধার করেন। রাকিবুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে তার বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করা হয়। পরে তিনি শাহরাস্তি থানাকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে।

    শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ততের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়। তবে সোমবার একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ব্যাংকের ম্যানেজার থানা ও দুদুকের মাধ্যমে মামলা পরিচালনা করছেন। সেই ঘটনার সাথে আত্মহনন কারী রাকিবুল হাসান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি হতে ১০ এপ্রিল পর্যন্ত ৩ জন গ্রাহকের একাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তির একাউন্ট নম্বরে প্রেরণ করে। বিষয়টি নজের আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…