এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম

    উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম

    উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী আঞ্চলিক সড়ক সংষ্কারের দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শ্রীকোলা এই কর্মসূচিতে কর্মীরা অতিদ্রুত সড়কটি সংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    উপস্থিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উল্লাপাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রিমনসহ প্রমুখ। বক্তারা উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী এই অঞ্চলের মানুষের অন্তহীন দুর্ভোগের কথা উল্লেখ করেন।

    বিশেষত সন্তান সম্ভবা মাসহ জটিল রোগাক্রান্ত রোগীদেরকে যানবাহনে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা নেওয়ার ভোগান্তির কথা উল্লেখ করে মানবিক কারণে এই রাস্তাটি দ্রুত সংষ্কারের দাবি জানান।

    প্রসঙ্গতঃ পৌর সভার শ্রীকোলা থেকে পূর্ণিমাগাঁতী স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটির এখন বেহাল অবস্থা। দেড় যুগেরও বেশি সময় ধরে এই রাস্তাটি সংষ্করের কোন উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার বিভিন্ন স্থান কার্পেটিং উঠে গেছে। মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দুই পাশে ভেঙ্গে গেছে। অথচ উল্লাপাড়ার পূর্ব দক্ষিণ অংশের হাজার হাজার মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যেতে হয় এই পথে।

    উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব জানান, এই রাস্তায় রোগীদের চলাচল সত্যিই দুরুহ হয়ে পড়েছে। ভূক্তভোগী মানুষ জন অনেকবার রাস্তা সংষ্কারের আবেদন জানিয়েছেন। কিন্তু আমলে নেয়নি কর্তৃপক্ষ। আর এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই জনপদের মানুষ।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের বলেন, প্রকৃতই উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে প্রতিদিনই রোগীদেরকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি রাস্তাটি অতিদ্রুত সংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

    এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেলের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংশ্লিষ্ট এলাকার লোকজনের ভোগান্তির কথা স্বীকার করে সমকালকে জানান, ইতোমধ্যেই উক্ত রাস্তাটি পরিদর্শন করে একটি সংষ্কার প্রকল্প প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই সংষ্কার কাজ শুরু হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…