গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-য়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অসংখ্য শ্রমিক অভিযোগ করেছেন, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, এমনকি পবিত্র ঈদুল ফিতরের বোনাসও থেকে গেছেন বঞ্চিত।
শ্রমিকরা জানান, "আমরা গত দুই মাস জানুয়ারি, ফেব্রুয়ারি কোনো বেতন পাইনি। ঈদের আগে বারবার বলেছি বোনাসের কথা, কিন্তু কানে তুলেনি কেউ।"
"কারখানার ভেতরে থাকা-খাওয়ার ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অফিস কোয়ার্টারে জেনারেটর বন্ধ করে আমাদের অন্ধকারে রাখা হয়। রমজানে সেহরির সময় বিদ্যুৎ না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেহরি করতে হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।"
শ্রমিকদের দাবি, শুধু আর্থিক দিকেই নয়, মানসিক ও শারীরিক নির্যাতনের দিক দিয়েও তারা চরম দুর্ভোগে রয়েছেন। এক নারী শ্রমিক অভিযোগ করেন, "বেতন-বোনাস চাইলে আমাদের ধমকানো হয়, কেউ কেউ মারধরেরও শিকার হচ্ছেন।" এতে প্রতিষ্ঠানটির ভেতরে উত্তেজনা ও অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন শ্রমিকদের আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি ফু-য়াং ফুডস লিমিটেড-এ যোগ দিয়েছি মাত্র তিন মাস হলো। তার মধ্যে আমারও দু'মাসের বেতন বাকি রয়েছে।"
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম সময়ের কণ্ঠস্বর কে জানান: কারখানা মালিক মিয়া মামুনের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করেছন। তবে বিক্ষোভরত শ্রমিকরা বেতন বোনাস না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।
এমআর