এইমাত্র
  • র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী
  • বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
  • পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
  • শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগের তথ্য চেয়েছে দুদক
  • পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত
  • ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা চালু করবে বিএনপি: তারেক রহমান
  • আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
  • তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি
  • আখাউড়ায় পৃথক অভিযানে যুবদল কর্মীসহ গ্রেফতার ৬
  • আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৬ এএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৬ এএম

    চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৬ এএম

    চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদা না পেয়ে সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ফার্নিচার দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দোকানের ক্যাশ ভেঙ্গে ৪ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা ইসমাইল হোসেন বাঁশু ও সাকিব নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় নারায়ণ হাট বাজারের চাঁন পুর সড়কে এই ঘটনা ঘটে। ইসমাইল বিএনপির কর্ণেল আজিম উল্লাহ বাহার সমর্থিত যুবদলের নারায়ন ইউনিয়ন প্রচার সম্পাদক।

    ফার্নিচার ব্যবসায়ী সালাহ উদ্দিন বলেন, বাঁশি দীর্ঘদিন যাবৎ তাঁর নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাঁশি সালাহ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর, আগুনে পুড়ানো এবং তাঁর স্ত্রীকে এসিড মারার হুমকি প্রদান করেন।

    ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে স্থানীয় সাকিব সহ দোকানে ভাংচুর করে ৪ লাখ টাকা নিয়ে যায়। এসময় দোকানের চেয়ার টেবিল রাস্তায় ফেলে দেয় এবং ব্যবসায়ী সালাহ উদ্দিন কে খুঁজতে থাকে।

    এ ঘটনায় ভূজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ব্যবসায়ী সালাহ উদ্দিন ।

    এদিকে অভিযুক্ত যুবদল নেতা ঈসমাইল হোসেন বাঁশু বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকালীন সালাহ উদ্দিন তাঁর বেশ কয়েকটি গাছের গাড়ী বন কর্মকর্তাদেরকে দিয়ে ধরিয়ে দিয়েছে। এতে করে তখনকার সময় তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য সালাহ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাঁকে না পেয়ে কয়েকটি চেয়ার টেবিল বাইরে ফেলে দিয়েছেন। ক্যাশ ভেঙ্গে ৪ লাখ টাকা নেয়ার বিষয়টি মিথ্যা বলে দাবী করেন তিনি। তবে অতীতের তুলনায় এতদঞ্চলে এখনো কিছুই হয়নি বলে জানান তিনি।

    এদিকে নারায়নহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার বলেন, কেউ অপরাধ করে থাকলে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দেয়ার বিষয়ে বিএনপি সমর্থন করেনা। কারো ব্যক্তিগত অপরাধের দায় দল নিবেনা।

    অভিযোগের সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানানর উপ পুলিশ পরিদর্শক বজলুল রশিদ বলেন,আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…