গাইবান্ধার পলাশবাড়ীতে অটো থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপা পড়ে মঞ্জু মিয়া (৪৮) নামে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ ই এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে রংপুর -বগুড়া মহাসড়কের মেসার্স পলাশবাড়ভ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মঞ্জু মিয়া(৪৮) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ানের হলদিবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা যাওয়ার জন্য একই গ্রামের ৬ জন অটো যোগে পলাশবাড়ী আসার পথে ফিলিং স্টেশনের সামনে একটা কোচ গাড়ী দাঁড়িয়ে থাকলে অটোটি সাইড নিতে গিয়ে অটো থেকে এক যাত্রী রাস্তায় ছিঁটকে রাস্তায় পড়লে রংপুর থেকে ছেড়ে আসা ট্রাকটি চাপা দিলে মঞ্জু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান,মরদেহটি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এনআই