গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গানে গানে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী সালমা। তার গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হয় হাজারও দর্শক। এ সময় প্রতিটি গানের সুরে ও দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল রাতে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামবাসীর আয়োজনে চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সালমা। রাত ৯টায় মঞ্চে উঠে সংগীতশিল্পী সালমা সবাইকে বাংলা নতুন বছরে শুভেচ্ছা জানান। এ সময় হাজার হাজার দর্শক শ্রোতারাও হাত নাড়িয়ে তাদের প্রিয় শিল্পী সালমাকে শুভেচ্ছা জানান।
এরপর কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, ইষ্টিশনের রেল গাড়ীটা ছাড়াও কিছু মৌলিক গান পরিবেশন করেন। রাত ৯ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিনি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার, চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন কমিটির সভপতি শংকর দত্ত, সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ ফলিয়া, সাবেক সিভিল সার্জন সিদ্বেশ^র মজুমদার, সমাজসেবক মনোজ বৈদ্য, তাপস বাড়ৈ, বিরেন্দ্রনাথ মন্ডল, সমর মজুমদার, বাবুল দত্ত, পল্টন দত্ত, মিঠুন দত্ত উপস্থিত ছিলেন।
এসআর