টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে তোরাপগঞ্জ স্কুল মাঠে এ খেলার আয়োজন করে। এ সময় হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। দীর্ঘদিন পর এমন আয়োজন করায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা পেশার মানুষ এ খেলা উপভোগ করে।
এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রায় এখন বিলুপ্তির পথে। তাই নববর্ষ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এই ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়। দর্শকরা করতালীর মাধ্যমে উৎসাহ দিয়েছেন। বড়দের পাশাপাশি শিশু ও উপভোগ করে। দৃষ্টি প্রতিবন্ধীরা চোখে কিছুই দেখতে না পেলেও শব্দের সাহায্যে প্রতিপক্ষকে পরাজয় করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। খেলায় দুই দলের ৭ জন করে দৃষ্টি প্রতিবন্ধী অংশ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। সভাপতিত্ব করেন কাতুলী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়া।
দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন পরে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা দেখতে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন হাডুডু খেলার আয়োজন আগামীতেও হোক। দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা সাধারণত দেখা যায় না। খেলা দেখে অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতিবছরই এমন আয়োজন করা হোক।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, নববর্ষে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য এমন ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন করায় অনেকদিন পর গ্রামের মানুষ এ খেলা উপভোগ করতে পেরেছে।
এসআর