ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ভদ্রা মোড়ে রেললাইনে আগুন দিয়ে তারা অবরোধ করেন।
রেললাইন অবরোধে রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে আটকা পড়েছে ট্রেন।
এবিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার এস এম হিমেল বলেন, বেলা ১১টার দিকে ভদ্রা রেললাইনে শিক্ষার্থীরা আগুন দিয়ে অবরোধ করেন। এ ঘটনায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী প্রবেশের জন্য হরিয়ান রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এদিকে শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি থেকে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। এছাড়া ছয় দফার সব দাবি মানতে হবে।
এবি