এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের

    আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম
    আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম

    জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের

    আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম

    আগামী জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

    বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কমিটমেন্ট ছিল ডাকসু নির্বাচনের পাশাপাশি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেওয়া। কিন্তু বর্তমানে একটি নিদিষ্ট গোষ্ঠীর প্রভাবে ডাকসু নির্বাচন না দেওয়ার পায়তারা চলছে। অতীতে ক্ষমতাকেন্দ্রিক, পেশিশক্তি ও কালোটাকার রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে হলে নিয়মিত ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন দেওয়া উচিত।

    বিন ইয়ামিন মোল্লা বলেন, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিজ্ঞপ্তিতে মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন এবং মাঝামাঝি সময়ে ভোটার হালনাগাদ করার ঘোষণা দেন। কিন্তু এতে কোন সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল ও নির্বাচন বানচালের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটি করছে, যা অতীতেও লক্ষ্য করা যেত। এমনকি দেশের একটি নিদিষ্ট রাজনৈতিক মহল বলছে জাতীয় নির্বাচনের আগে ডাকসু দেওয়া যাবে না।

    ডাকসু নির্বাচনের জন্য নাকি প্রয়োজনীয় সংস্কার লাগবে। এটাকে নির্বাচন বানচালের পায়তারা বলে মনে করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় মে মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানান বিন ইয়ামিন মোল্লা।

    এতে অন্যান্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক, সদস্যসচিব রাকিবুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…