শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমির শ্রেণি পরিবর্তন ও নানা অনিয়মের মাধ্যমে রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে উঠে এসেছে কোটি টাকার রাজস্ব ফাঁকি ও দলিল জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্র জানায়, জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি, দাতা ও গ্রহীতার নাম পরিবর্তন এবং নকল উত্তোলনের সময় অতিরিক্ত ফি আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযানে ২০২১ সালের একটি দলিল পর্যালোচনায় ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ মেলে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, "অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ বিষয়ে শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার ওমর ফারুক বলেন, “সাব-রেজিস্ট্রার অফিসে যাতে অনিয়ম না হয়, দুদকের এই অভিযানকে আমরা স্বাগত জানাই। আগের কিছু দলিলে রাজস্ব ঘাটতির বিষয়টি আমরা দুদককে দেখিয়েছি। কিছু রাজস্ব আদায় হয়েছে, কিছু এখনো হয়নি—দলিল যাচাই-বাছাই চলছে। আমি যোগদানের পর এসব অনিয়ম বন্ধ হয়ে গেছে।”
এআই