এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নান্দাইলে পাকা সড়ক ভেঙে তৈরি বড় গর্ত, ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম

    নান্দাইলে পাকা সড়ক ভেঙে তৈরি বড় গর্ত, ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম

    এক বছরের অধিক সময় ধরে পাকা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মেরামতের কোন উদ্যোগ নেই। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।

    ময়মনসিংহের নান্দাইলে উপজেলার বীরকামট খালী বেতাগৈর ইউপি ভায়া চরউত্তরবন্দ সড়কে চরকামট খালী তিনতলা মসজিদের পাশে এই গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।

    বুধবার (১৬ এপ্রিল) সকালে সরেজমিন সড়কে গিয়ে দেখা যায়, চরকামট খালী তিন তলা মসজিদের পাশেই সড়কটির এক পাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও পথচারী। বীরকামট খালী দক্ষিণ বাজার থেকে চরউত্তরবন্দ বাজার ব্রীজ পর্যন্ত পাকা সড়ক এটি। ২০১৭ সালে পাকাকরণ করা হয়।

    চরকামট খালী গ্রামের পল্লী চিকিৎসক মো. আব্দুল কাইয়ুম বলেন, সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙা থাকলেএ কেউ মেরামতের কোন উদ্যোগ নেয়নি। এতে চরম ঝুঁকিতে চলতে হচ্ছে আমাদের।

    স্থানীয় মাইক্রোবাস চালক দুলাল মিয়া ও অটোরিকশাচালক আলম, ছালাম ও আলামিন বলেন, রাস্তাটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে আমাদের। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান তারা।

    স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ভুট্রো বলেন, এ বিষয়টি আমি জানিনা। অফিসকে জানানোর কথা বলেন তিনি।

    নান্দাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস বলেন, বিষয়টি ইউএনও বা পিআইওকে জানালে একটা ব্যবস্থা হবে। স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারকে বলেন যোগাযোগ করতে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…