নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মাসুমকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব-১১।
দীর্ঘ ২১ বছর পর নারায়ণগঞ্জ ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা দেন।
নারায়ণগঞ্জর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লা তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে। গত ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো: মাসুমসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে।
এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন। আলোচিত হত্যাকান্ডের দীর্ঘ একুশ বছর পর গত (১০ এপ্রিল) এই রায় ঘোষনা করা হয়। ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিলেন।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আব্দুল আহাদের ছেলে মোঃ মাসুম (৪৭) নারায়ণগঞ্জের ফতুল্লা ছোট মসজিদ এলাকা থেকে তাকে (১৫ এপ্রিল) রাতে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদমজীনগর এর অভিযানিক দল র্যাব-১১।
নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআর