এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম

    গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম

    গাইবান্ধা সদর -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। তবে আদালতে শাহ সারোয়ার কবির আইনজীবির মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক।

    এর আগে,কড়া নিরাপত্তায় দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেয়া হয় সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরকে।

    গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।গত ১ মার্চ থেকে বোনের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

    শাহ সারোয়ার কবিরের আইনজীবি জেলা জজ আদালতের সাবেক পিপি এ্যাড. নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গেল বছরের ৪ আগষ্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবো।

    ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সারোয়ার কবির।এরআগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…