ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র আহ্বায়ক (স্থগিত কমিটি) আব্দুল মান্নান আব্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে সদর বাজারে ভুক্তভোগী বিএনপি নেতা আব্দুল মান্নান আব্বাস এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান আব্বাস এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ১৩ এপ্রিল পৌর এলাকার বাকাইল গ্রামের জৈনিক আসমা খাতুন নামে এক নারী আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, গত ২৫ মার্চ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমি লোকজন নিয়ে তার বাড়িতে প্রবেশ করে খুন জখমের চেষ্টা করি ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যাই। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এধরণের ঘটনার সঙ্গে আমার কোনধরনের সম্পৃক্ততা নেই।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস বলেন, ঘটনার দিন অর্থাৎ ২৫ মার্চ আমি ঢাকাতে অবস্থান করতেছিলাম। এই কারণে আসমা বেগমের বাড়িতে উপস্থিত থাকার সঙ্গত কোন কারণই নেই। এমনকি আমার মোবাইল ফোন ট্রাকিং করলেও এর যথার্থতা প্রমাণ হবে।
বিএনপি নেতা আব্দুল মান্নান আব্বাস দাবী করেন, আওয়ামী লীগ, বিএনএম ও কিছু সংখ্যক পথভ্রষ্ট বিএনপি নেতাকর্মীরা আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আসমা বেগমকে অতি উৎসাহিত করে এধরণের বক্তব্য প্রদান করে সংবাদ সম্মেলন করিয়েছে। যাহা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ফলবলহীন একটি সংবাদ সম্মেলন ছিল।
সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান আব্বাস বলেন, আসমা বেগম আমার বংশীয় কোন ব্যক্তি নয়। এমনকি তার সাথে আমার জমিজমার কোন অংশীদারিত্ব নেই, ভাগ বাটোয়ারা নিয়েও কোন বিরোধ নেই। আমি বিরোধ মিমাংসার একটি নিরপেক্ষ প্রতিনিধি মাত্র। কিন্তু বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, স্থানীয়ভাবে তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করা হোক এবং আমার বিরুদ্ধে অপপ্রচারের ব্যবস্থা নেওয়া হোক। এসময় সংবাদ সম্মেলনে উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।