এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    শেষের ঝড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম

    শেষের ঝড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম

    এবারের নারী বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ডের পসরাই যেন সাজিয়ে বসেছে বাংলাদেশ। একের পর এক নিজেদের রেকর্ড ভাঙছে, গড়ছে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও রেকর্ড গড়ল একটা। তবে সে রেকর্ডের পরও বড় রানের পুঁজি পায়নি বাংলাদেশ। ইনিংস শেষ করেছে মোটে ২২৭ রান তুলে।

    ভাগ্যিস রাবেয়া খান ছিলেন। শুরুটা একেবারেই ধীরগতির ছিল তার ইনিংস। দশ নম্বরে ব্যাট করতে নামা রাবেয়া খান শেষ ওভারেই হাঁকিয়েছেন ৩টি চার। তার আগের ওভারে ছিল আরও দুটি। টপ অর্ডারে শারমিন আক্তার এবং ফারজানা হকের দারুণ দুই ইনিংসের পর শেষে এসে নাহিদার ২৫ আর রাব্যের ২৩ রান বাংলাদেশকে দিয়েছে চ্যালেঞ্জিং সংগ্রহ।

    জিতলেই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত, এমন এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে বাংলাদেশ তুলল ২২৭ রান। বাংলাদেশের স্পিন সক্ষমতা আর পিচের কন্ডিশন বিবেচনায় ক্যারিবিয়ানদের সামনে বেশ চ্যালেঞ্জিং এক স্কোরই দাঁড় করিয়েছে টাইগ্রেসরা।

    অথচ বাংলাদেশের মিডলঅর্ডার যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তাতে ২০০ পার করতে পারা নিয়েই ছিল শঙ্কা। শুরুতে সোবহানা মোশতারি দ্রুত ফিরলেও ফারজানা এবং শারমিন গড়েছেন ১১৮ রানের জুটি। ধীরগতির ইনিংস খেললেও ফারজানার ব্যাট থেকে এসেছে কার্যকর ৪২ রান। ফিফটি তুলে নেয়া শারমিন থেমেছেন ৬৭ রানে।

    বড় রানের কক্ষপথে থাকা বাংলাদেশের রানের লাগাম টেনেছেন আলিয়াহ আলাইনের একটা ওভারে। সেখানেই ঘুরে যায় ইনিংসের মোড়। তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ফারজানা এবং শারমিন। এরপর ছিল কেবল আসা যাওয়ার মিছিল। রিতু মণি ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ফর্মে থাকা এই ব্যাটার ফেরেন ১৫ রান করে। দলের সবচেয়ে বড় নির্ভরতা জ্যোতির ব্যাট থেকে আসে ৫ রান।

    ফাহিমা আর স্বর্ণাও পারেননি বিপর্যয় সামাল দিতে। একপর্যায়ে ১৩৪ রানে ১ উইকেট থেকে স্কোরকার্ড হয় ১৭৭ রানে ৭ উইকেট। সেখান থেকেই হাল ধরেন দলের সহ-অধিনায়ক নাহিদা। ৪ চারের সাহায্যে করেছেন ২৫ রান। ক্রিজ আঁকড়ে তাকে সঙ্গ দিয়েছেন রাবেয়া। তবে ৪৯তম ওভারে দুই চারে দলের স্কোর ২০০ পার করান রাবেয়া। এরপরে শেষ ওভারে নাহিদা এক চার মেরে আউট হলেও রাবেয়া টানা ৩ চারে স্কোরবোর্ড করেছেন সমৃদ্ধ।

    শেষ পর্যন্ত ৯ উইকেটে বাংলাদেশ তুলেছে ২২৭ রান। এই রান ডিফেন্ড করতে পারলেই বাংলাদেশ পেয়ে যাবে বিশ্বকাপ খেলার ছাড়পত্র। উইন্ডিজ নারীদের হয়ে এদিন ৪ উইকেট আলিয়াহ আলাইনের। হেইলি ম্যাথিউস এবং অ্যাফি ফ্লেচার শিকার করেছেন জোড়া উইকেট।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…