এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

    ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে আব্দুর রহমান (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে পশ্চিমপাড়া এলাকার বোধাই মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

    অভিযোগ সুত্রে জানা যায়, গত এক বছর যাবত উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার যুবক আব্দুর রহমান একই এলাকার প্রতিবেশি কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। মেয়েটি অন্তঃসত্বা হওয়ায় কিশোরীর পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে অভিযুক্ত কিশোরের বাবা মাকে এই ঘটনাটি জানালে তারা এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য কয়েক দফা চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত কিশোর ও তার পরিবারের লোকজন ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনাটি অস্বীকার করেন।

    এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই রবিউল ইসলাম বুধবার রাতে আব্দুর রহমানকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

    এ বিষয়ে ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী কিশোর আব্দুর রহমানের বয়স ১৮ বছরের নিচে। তাই তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

    এছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…