টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
দণ্ড-প্রাপ্তরা হলেন, নরসিংদী জেলার বেলাব উপজেলার গুলাকান্দি গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে ওয়াসিম (৩৫)। একই জেলার শিবপুর উপজেলার জহির উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬৫)। এদের মধ্যে ওয়াসিমকে এক হাজার টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদণ্ড ও এ কাজে সহযোগীতা করায় আব্দুর রহিমকে ২শত টাকা জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটে আসা এক ব্যক্তির পকেটে থাকা ৬ হাজার টাকা পকেট কেটে নেয় ওয়াসিম ও রহিম। এসময় স্থানীয় জনতা তাদের দুজনকে আটক করে। হাটে আগে থেকেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে উপরোক্ত রায় দেন।
এনআই